Header Ads

Header ADS

শিভিনিং বৃত্তি (Chevening Scholarship) সম্পর্কে সহজ ভাষায় জেনে নিন

style="text-align: left;"> শিভিনিং বৃত্তি (Chevening Scholarship) সম্পর্কে সহজ ভাষায় জেনে নিন

শিভিনিং বৃত্তি (Chevening Scholarship)


অনেকেই Chevening Awards (FCDO) নিয়ে জিজ্ঞেস করছেন - কিভাবে আবেদন করতে হয় বা কি কি যোগ্যতা লাগবে ইত্যাদি। যারা এই বৃত্তি নিয়ে ২০২২ সালে যুক্তরাজ্যে পড়তে যেতে আগ্রহী তাদের জন্য সংক্ষেপে মূল বিষয়গুলো তুলে ধরছি এখানে। ২০২২ সালের জন্য এই বৃত্তির আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং ০২ নভেম্বর, ২০২১ তারিখ হলো আবেদনের শেষ দিন। 

✅ আবেদনের টাইমলাইনঃ https://www.chevening.org/scholarships/application-timeline/

✅ Chevening Scholarship মূলত যুক্তরাজ্য সরকারের একটি সম্মানজনক আন্তর্জাতিক বৃত্তি প্রোগ্রাম। পৃথিবীর ১৬০টি দেশের মেধাবী শিক্ষার্থী ও ভবিষ্যতে নিজ দেশে নেতৃত্ব দেবার সক্ষমতা আছে — এমন যোগ্যতাসম্পন্ন তরুণদের যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়ার সুযোগ করে দেয় এই বৃত্তি। যুক্তরাজ্য সরকারের Foreign, Commonwealth & Development Office ও কিছু সহযোগী সংগঠন এই বৃত্তির জন্য অর্থায়ন করে। এই বৃত্তির জন্য মনোনীত হলে আপনি যুক্তরাজ্যে Chevening-এর যেসব সহযোগী বিশ্ববিদ্যালয় আছে সেসব বিশ্ববিদ্যালয়ের একটিতে এক বছরের মাস্টার্স ডিগ্রি করে আসতে পারবেন যার সম্পূর্ণ খরচ এই বৃত্তির মাধ্যমে বহন করা হবে (fully-funded scholarship)।

✅ Chevening Scholarship-এর অধীনে কি কি সুবিধা পাবেন?
১।  মাস্টার্স প্রোগ্রামের সম্পূর্ণ টিউশন ফি (Scholarship প্রোগ্রামটি শুধুমাত্র স্নাতকোত্তর বা মাস্টার্স পর্যায়ের জন্য)।
২। ভিসা আবেদন এবং ইমিগ্রেশন হেলথ সারচার্জের সম্পূর্ণ খরচ।
৩। আপনার দেশ থেকে যুক্তরাজ্যে একবার যাওয়া ও ফেরত আসার সম্পূর্ণ বিমান খরচ (ইকোনোমি ক্লাস)।
৪। প্রতিমাসে বাসা ভাড়া এবং নিজের ব্যক্তিগর খরচ (খাওয়া-দাওয়া এবং অন্যান্য) হিসেবে একটি নির্দিষ্ট অর্থ (ন্যূনতম ১১০০ পাউন্ড, লন্ডন শহরে হলে ২০০ পাউন্ড বেশি)।
৫। যুক্তরাজ্য পৌঁছানোর পরে প্রাথমিক কিছু এককালীন খরচ।
৬। যুক্তরাজ্য থেকে দেশে চলে আসার সময় এককালীন কিছু খরচ।
৭। টিবি (যক্ষ্মা) টেস্টের খরচ (৭৫ পাউন্ড পর্যন্ত)।
৮। লন্ডনের বাইরে থাকলে Chevening Events-এ যোগদানের জন্য যাতায়াত খরচ।

✅ আবেদনের জন্য কি কি শর্ত আছে?
১। Chevening স্কলারশিপের অন্তর্ভুক্ত যে-কোনো দেশের নাগরিক হতে হবে। 
২।পড়াশোনা শেষে দেশে ফিরে এসে অন্তত দুই বছর থাকতে হবে। 

✅ আবেদনের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন? 
১। স্নাতক পর্যায়ের ফলাফলে ন্যূনতম ৬০% মার্কস পেতে হবে (equivalent to an upper second-class or 2:1 Honours degree in the UK)।   
২। কমপক্ষে দুই বছরের (২৮০০ ঘন্টার সমান) কাজের অভিজ্ঞতা থাকতে হবে; কাজের অভিজ্ঞতার ক্ষেত্রে পূর্ণকালীন, খন্ডকালীন, স্বেচ্ছাসেবী (Voluntary) এবং ইন্টার্নশিপ (paid or unpaid) কাজের অভিজ্ঞতাও গণ্য হবে।
৩। যুক্তরাজ্যের তিনটি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স লেভেলের কোর্সে (একইরকম/কাছাকাছি তিনটি কোর্স; তিনটি কোর্সের টাইটেল একই হতে হবে না তবে কোর্স কনটেন্ট যেন কাছাকাছি হয় সে ব্যাপারে পরামর্শ দেওয়া হয়) আবেদন করতে হবে এবং ১৪ জুলাই ২০২২-এর মধ্যে (যারা ২০২২ সালের জন্য আবেদন করবেন) কমপক্ষে একটি বিশ্ববিদ্যালয় থেকে 'Unconditional Offer' থাকতে হবে। এখানে উল্লেখ্য যে বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ আলাদা এবং প্রার্থীকে সেটি নিজে নিজেই করতে হবে।  
৪। IELTS টেস্টের একটি শর্ত ছিলো যেটি Chevening এবার তুলে নিয়েছে, তবে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে IELTS Test-এর একটি ন্যূনতম স্কোরের শর্ত (এটি বিশ্ববিদ্যালয় অনুযায়ী ভিন্ন হয়) প্রযোজ্য হতে পারে। 

✅ কি কি কাগজপত্র প্রয়োজন হবে?
💠 আবেদনের প্রাথমিক পর্যায়ে যা যা প্রয়োজন হবে - 
১। পাসপোর্ট/জাতীয় পরিচয়পত্র
২। স্নাতক ডিগ্রির (স্নাতকোত্তর উল্লেখ করলে সেটিরও) মূল সনদপত্র এবং নম্বরপত্রের অনুলিপি (scanned copy)
৩। আবেদনের সময় ৪টি প্রবন্ধ (essay) লিখতে হবে, এই প্রবন্ধগুলো প্রাথমিক আবেদনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচের লিংকে এই বিষয়ে কিছুটা ধারণা পাবেন। 
https://www.chevening.org/news/reading-committee-feedback-for-applicants/ 
💠 প্রাথমিক বাছাই শেষে সাক্ষাৎকারের জন্য মনোনীত হলেঃ 
৩। কমপক্ষে দুইটি রেফারেন্স লেটার (ফেব্রুয়ারির মধ্যে দিতে হবে)
💠 সাক্ষাৎকার শেষে চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত হলেঃ
৪। তিনটি মনোনীত বিশ্ববিদ্যালয়ের যে-কোনো একটি থেকে প্রাপ্ত 'Unconditional  Offer Letter' ১৪ জুলাই ২০২২-এর মধ্যে জমা দিতে হবে। 

✅ যে বিষয়গুলো Chevening Scholarship-এর ক্ষেত্রে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়ঃ
🔹 নেতৃত্ব এবং যোগাযোগের (Leadership and Networking) ক্ষেত্রে পূর্ববর্তী অভিজ্ঞতা।
🔹 বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রমের সাথে সংযুক্ত থাকার অভিজ্ঞতা। 
🔹 ভবিষ্যতে দেশের জন্য কিছু করার সত্যিকারের আগ্রহ। 
সর্বশেষ যেটি বলবো তা হলো এই বৃত্তি নিয়ে আপনি আগ্রহী হলে নিজে নিজে প্রচুর গবেষণা করতে হবে। তাই সবার আগে Chevening-এর ওয়েবসাইটটি খুব ভালো করে দেখুন, আপনার সকল প্রশ্নের উত্তর সেখানেই পাবেন। এই কাজটি যারা খুব ভালো করে করতে পারে তাদের কাজ অন্যদের চেয়ে অনেক ভালো হয়। 
Chevening website: https://www.chevening.org/
[ছবিটি https://www.chevening.org/scholarship/bangladesh/ পেইজ থেকে সংগৃহীত]

আরাফাত রাহমান 
প্রভাষক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
গোপালগঞ্জ, বাংলাদেশ

No comments

Theme images by rajareddychadive. Powered by Blogger.