বুক রিভিউ : হোমারের অডিসি
বুক রিভিউ : হোমারের অডিসি
অনুবাদক :সিরাজুল ইসলাম চৌধুরী
হোমার গ্রিক এর আদি কবিদের অন্যতম। 'অডিসি' এবং "ইলিয়াড" তাঁর দুটি বিখ্যাত মহাকাব্য🌼। ইলিয়াড আমি পড়ি নি। কিন্তু ইলিয়াড সম্পর্কে কিছু জেনেছি যা হচ্ছে তুরস্কের ট্রয় নগরি এর ট্রোজান যুদ্ধ নিয়ে লিখা। আর অডিসি তে আছে ট্রোজান যুদ্ধে জয়ী হয়ে গ্রিক কল্পকাহিনির বীর অডিসিয়ুসের ঘরে ফেরার কাহিনি। অডিসিয়ুস ছিলেন অডিসি মহাকাব্য এর নায়ক। যে ট্রয় এর যুদ্ধে জয়ী হয়ে বীরবেশে নিজের দেশ ইথিকায় ফিরে আসতে 20 বছর সময় লেগেছিল। তার এই রোমাঞ্চকর কাহিনি তে সাক্ষী হয়েছিলেন কাল্পনিক গ্রিক দেব দেবিরা।
ধারণা করা হয় তারা একটা আলাদা সত্তা কিন্তু তারা ইচ্ছে করলে মানুষের বেশ ধরতে পারে, আবার তাদের হিংসে বিদ্দেশ অ আছে। অডিসিয়ুস দেবতা জিউসের হিংসের স্বীকার হয়ে সমুদ্রে তিনি অনেক বিপদ এ পড়েছিলেন। আবার অন্যদিকে দেবি এথেনা তাকে সাহায্য করেছিল তার নিজের দেশ ইথিকায় ফিরে আসতে। সমুদ্র পথে তার সংযম এবং প্রজ্ঞা দেখে এক দেবি মুগ্ধ হয়ে তাকে অমরত্ব দিয়ে তার সাথে রাখার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু অডিসিয়ুস তা ফিরিয়ে দিয়ে নিজ দেশে আসার প্রস্তাব করে। কিন্তু 19 বছর সমুদ্রে বিভিন্ন ভয়াবহ অভিযান শেষ এ এসে জন্মভূমি তে ফিরলেও তার শান্তি ছিল না দেশে এসে তার প্রিয়তমা স্ত্রী কে এসে দেখলেন অনেক জন বিয়ে পাগল লোক বিয়ের জন্য মাথা খেয়ে ফেলতে চাচ্ছিল।
কিন্তু তার প্রিয়তমা স্ত্রী অডিসিয়ুসকে খুব ভালোবাসে সে বিয়ে পাগলদের বিয়ে করতে চায় না এজন্য সে তিন বছর যাবত তার শশুর এর দোহায় দিয়ে কাফনের কাপড় বুনে যায় আর তাদের বলে এটি শেষ হলেই তাদের বিয়ে করবে, কিন্তু সে দিনের বেলায় এটি বুনে আর রাতের বেলায় খুলে ফেলে।এভাবেই পেনিলোপি অডিসুয়িসের স্ত্রী এক চমৎকার ভালোবাসার দৃষ্টান্ত প্রকাশ করেছে। তার একমাত্র পুত্র টেলেমেকাস কে সেই বিয়ে পাগল লোকেরা মেরে দিতে চায়। অবশেষে দেবি এথেনার সাহায্য নিয়ে পিতা পুত্রের দেখা হয়। তারপর বিভিন্ন কৌশল অবলম্বন করে তিনি সবাই কে মেরে দিয়ে আবার নিজের রাজ্যে রাজত্ব করার সুযোগ পান।
হোমারের অডিসি মূলত পড়ার সময় পাঠকের অনেক কৌতুহলের সৃষ্টি হয়। পড়ার শুরুতে আমরা জরিয়ে পরি বিভিন্ন কাহিনি র সাথে কোন এক মোহে, তারপর কি হল, তারপর,,,,,, ধারণা করা হয় হোমার একজন ছিলেন না অনেকজন। কারণ এই বিখ্যাত কাব্য দুইটা কি করে একজনের পক্ষে লিখা সম্ভব। দেখা যাচ্ছে ইলিয়াড এর কাহিনি এক জায়গায় আবদ্ধ। আর অডিসি তে বিভিন্ন রোমাঞ্চকর কাহিনী তে পৌছে দিয়ে যায়।
মুলত এটি কোন ট্রাজেডিক কাহিনী নয় এটি একটি গ্রীক রোমাঞ্চকর কাহিনী।
🖊️কলমেঃ মুশরেখা নাজনীন রুনা
দর্শন বিভাগ (ঢাকা বিশ্ববিদ্যালয়)
২০২১-২২ সেশন


No comments