Header Ads

Header ADS

আন্তর্জাতিক সম্পর্ক পরিক্রমা

 


 

আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন। আশাকরি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি, #Badirujjaman #বদিরুজ্জামান আপনাদেরকে আমাদের ইউটিউব ও ফেসবুক পেইজ “আন্তর্জাতিক সম্পর্ক পরিক্রমায়” স্বাগত জানাচ্ছি। 

 আন্তর্জাতিক সম্পর্ক (IR) বলতে দুই বা ততোধিক রাষ্ট্র বা রাষ্ট্র বনাম অ-রাষ্ট্রীয় সত্ত্বার (IGOs, NGOs, MNC, স্বাধীনতাকামী দল, সুশীল সমাজ ইত্যাদি) মধ্যকার সম্পর্ককে বুঝায়। রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা যেমন রাষ্ট্র থেকে বহুবিদ সুযোগ-সুবিধা লাভ করি, ঠিক তেমনই রাষ্ট্রের নিয়ম-কানুন মেনে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করি। ফলস্বরূপ, রাষ্ট্রের যেকোন ধরনের অভ্যন্তরীণ ও বাহ্যিক নীতি প্রণয়ন ও বাস্তবায়ন নাগরিক হিসেবে আমাদের প্রত্যাহিক জীবনকে প্রভাবিত করে থাকে। 

আন্তর্জাতিক সম্পর্ক (IR) সেখানে আমাদেরকে একটি রাষ্ট্রের বাহ্যিক সম্পর্কের ধরণ কেমন হওয়া উচিৎ বা কেমন রয়েছে, কোন কোন নীতি, কোন পরিস্থিতিতে একটি রাষ্ট্র কিভাবে নিতে পারে, তার সম্ভাব্য ফলাফল কেমন হতে পারে ইত্যাদি বিষয়ের সঠিক ও কার্যকর নির্দেশনা দিয়ে থাকে। আন্তর্জাতিক সম্পর্ক (IR) নিজে একটি মাল্টি-ডিসিপ্লিনারি পাঠ্যক্রম। কারণ একটি রাষ্ট্রকে কিভাবে বৈচিত্রময় আন্তর্জাতিক পরিস্থিতে টিকে থাকতে হবে তা আন্তর্জাতিক সম্পর্ক (IR) আমাদের জানান দেয়। 

আমাদের এই চ্যানেলে আমরা আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন বিষয়গুলোকে সহজ ভাষায় ও বিস্তারিকভাবে আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করে থাকি। কনটেনটগুলোর উন্নয়নে পাশাপাশি কমেন্টের বিভিন্ন অনুরোধ রক্ষার্থেও আমরা ভিডিও করে থাকি। "আন্তর্জাতিক সম্পর্ক পরিক্রমা" এই চ্যানেলে প্রায় ১৬০টির বেশি ভিডিও রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন বিষয়ের উপর । 

আমাদের চ্যানেলের মূল কথা “চলুন, আন্তর্জাতিক সম্পর্কের জ্ঞান ছড়িয়ে দেই সর্বত্র” প্লেলিস্টঃ 

IR Introduction: https://www.youtube.com/watch?v=oZ5OV... 

IR Key Concept: https://www.youtube.com/watch?v=j3U3t... 

International Law: https://www.youtube.com/watch?v=WZwd0... 

Research Methodology: https://www.youtube.com/watch?v=kupWX... 

QCQA Session: https://www.youtube.com/watch?v=P4mhD...

No comments

Theme images by rajareddychadive. Powered by Blogger.